![সেনবাগে পিতার অভিযোগে পুত্র গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/grefter@abnews_117260.jpg)
সেনবাগ (নোয়াখালী), ২৭ ডিসেম্বর, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির লেমুয়া গ্রামে পিতা আবদুল হকের অভিযোগে নেশা গ্রস্থ পুত্র ফরহাদ হোসেন কে গ্রেফতার করেে সেনবাগ থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার লেমুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফরহাদ কে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচাজ মো হারুন আর রশিদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানায় ফরহাদ ওয়ারেন্ড ভুক্ত আসামি সকালে তাকে গ্রেফতার করে নোয়াখালী জেলা হাজতে পাটানো হয়।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক