![‘চিকিৎসক ও মাঠকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/d_117262.jpg)
রাজবাড়ী, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই শ্লোগানে রাজবাড়ীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ও মাঠকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এডভোকেসি সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গোলাম মোঃ আজম, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী, খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, রাজবাড়ী সাংবাদিক ফোরাম এর সভাপতি খন্দকার রবিউল ইসলাম, রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম প্রমুখ।
এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এর চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক