![সাভারে অগ্নিকান্ডে ৬ হাজার মুরগির বাচ্চাসহ ঘর পুড়ে ছাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/vgfgvg_117272.jpg)
সাভার, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকার সাভারে মুরগির খামারে অাগুন লেগে ঘরসহ ৬ হাজার মুরগীর বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার দুপুরে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন এলাকায় ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।এ ঘটনায় ৬ হাজার ব্রয়লার বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো: আরদেশ আলী জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনার সুত্রপাত।
খামার ম্যানেজার সেলিম মিয়া ও কর্মচারি রানা জানায়, বুধবার দুপুরের দিকে তারা খামারের মুরগীর বাচ্চাকে ভ্যাকসিন দিতে ছিলো। এমন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আকস্মিকভাবে আগুন ধরে বাচ্চা গুলি ও ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/রাজ্জাক