![বড়াইগ্রামে পৌর ও ইউপির নির্বাচন সামগ্রী হস্তান্তর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/baraigram_117287.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ২৭ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা এবং জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন সামগ্রী হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন। আগামীকাল বৃহস্পতিবার উপজেলার বনপাড়া পৌরসভার ১২ টি কেন্দ্রের ৬৭ টি কক্ষে এই ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভার ১২ নং ওয়ার্ডে ভোট গ্রহণ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
১২ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ৭৫৭ জন। পৌর সভার ১২ টি ওয়ার্ডের মোট ২১ হাজার ৩০৯ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৫শ’৪১ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭শ’৬৮ জন। অপরদিকে ১নং জোয়ারী ইউনিয়নের ১৩ টি কেন্দ্রের ৮২ টি কক্ষে এবং ৫নং মাঝগাঁও ইউনিয়নের ১২ টি কেন্দ্রের ৭৭ টি কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
১নং জোয়ারী ইউনিয়নের মোট ২৮ হাজার ৫শ’ ৫৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৪ হাজার ২৯ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৫শ’২৮ জন।
৫নং মাঝগাঁও ইউনিয়নের মোট ২৪ হাজার ৩শ’ ৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১২ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১২ হাজার ৩শ’ ১১ জন।
জেলা নির্বাচন অফিসার ও বনপাড়া পৌলসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, এইসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র পুলিশ সহ ১শ’৪৪ জন পুলিশ সদস্য, ৬শ’১২জন আনসার ব্যাটেলিয়ন, ভিডিপি ও সাধারণ আনসার নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। এছাড়া ১২ প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন।
তিনি আরও জানান, আটুয়া কেন্দ্রে মামলা সংক্রান্ত জটিলতার কারনে উচ্চ আদালতের নির্দেশে ৩ মাসের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র কেএম জাকির হোসেন ও বিএনপি প্রার্থী মহুয়া নূর কচি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ১নং জোয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৫নং মাঝগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/রাজ্জাক