![জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/joypurhat_117290.jpg)
জয়পুরহাট, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটলিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর সপ্তরে প্রতিষ্ঠা বির্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ সময় বিজিবি’র রংপুর অঞ্চলের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম (পিএসসি), দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জাকির হোসেন, জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোঃ আনিসুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/রাজ্জাক