![পঞ্চগড়ে ভিক্ষুককে ২ লক্ষ টাকা অনুদান প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/panchagarh-begger-pic--(2)_117298.jpg)
পঞ্চগড়, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ১০ জন ভিক্ষুককে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ঢাকা আহছানিয়া মিশনের অর্থায়নে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের আওতায় এই অনুদান প্রদান করা হয়।
আজ বুধবার সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিক্ষুকদের হাতে অনুদানের টাকা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা। এ সময় সদর উপজেলার মাগুড়া ও গরিনাবাড়ি ইউনিয়নের ১০ জন ভিক্ষুককে নগদ ১০ হাজার টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার সঞ্চয়ী হিসাব নম্বরে ১০ হাজার টাকা জমা করা হয়।
প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভলেপমেন্ট (ডিএফইডি) জানায়, জেলা প্রশাসন কর্তৃক চিহ্নিত ভিক্ষুকদের নিজেদের পছন্দ মতো ক্ষুদ্র ব্যবসা করার জন্য এই অনুদান দেয়া হয়েছে । একই সাথে প্রতি ছয় মাসে ১৫ জন ভিক্ষুককে একই পরিমান অনুদান দেয়া হবে।
অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভলেপমেন্ট (ডিএফইডি)’র এরিয়া ম্যানেজার রবিউল হক, গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন ও মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান বাবুল।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/রাজ্জাক