বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা।

অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শাহীন, উপজেলা মেডিক্যাল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা, সামিরা ইয়াসমিন কেয়াসহ সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সরকারি বিভিন্ন দফতরে কর্মকর্তা ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মায়ের গর্ভকালীন, প্রসবকালীন, ও প্রসবোত্তর সেবা, বাল্য বিবাহের কুফল ও পরিণতি এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এবারে প্রতিপাদ্য ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’।

এ উপলক্ষে সদর উপজেলায় পরিবার পরিকল্পনার স্থায়ী ও অস্থায়ী পদ্ধতির ক্যাম্প পরিচালনা, উঠোন বৈঠক, স্যাটেলাইন ক্লিনিক পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও সভায় জানানো হয়। এ সময় বক্তারা ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত