শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় ইয়েসের উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন’

চকরিয়ায় ইয়েসের উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন’

চকরিয়ায় ইয়েসের উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন’

চকরিয়া, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় ‘দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন’ অনুষ্টিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে এ কর্মসুচি অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালীস্থ রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরত আলম।

ক্যাম্পেইনে দুর্নীতি বিরোধী ভিডিও নাটক ‘আলোর মানুষেরা’ প্রদর্শনের পাশাপাশি “তথ্য অধিকার আইন ২০০৯’ বাস্তবায়নে সাধারণ জনগনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর প্রয়োগের বিষয়ে অংশগ্রহনকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তাঁদের অংশগ্রহণ সুনিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও পেশাগত জীবনে নিজেকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

টিআইবি’র এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের শিক্ষক নাজেম উদ্দিন, এইচ, এম, এরশাদ, আবদুল মান্নান, হাবিবুর রহমান, আবছার উদ্দিন, মছরুরা জান্নাত ও ইয়েস সদস্য মো. ইউনুছ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক সুলতানা আকতার নাসরিন, মো. আলমগীর, ওসমান গনি, ছৈয়দুর রহমান, শহীদুল ইসলাম ও ইয়েস সদস্য মিনারুল ইসলাম, আবু সৌরভ, মো. সোহেল ও আবু নাঈম উপস্থিত ছিলেন।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত