![গাজীপুর জেলা পরিষদে হুইল চেয়ার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/sam_0433_117310.jpg)
গাজীপুর, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০টি হুইল চেয়ার বিতরন করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সুধীব কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক এড. মুঞ্জুর মোর্শেদ প্রিন্স, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম ও দিলরুবা ফাইজিয়া, সদস্য রাশিদা খন্দকার, মোঃ ওয়াজউদ্দিন মোল্লা ও মোঃ আনোয়ার হোসেন সরকার প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ব প্রতিবন্ধী দিবস- ২০১৭ এ সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক ১২টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক