শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিয়াকৈরে ২শত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈরে ২শত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈরে ২শত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প ও সাত্তার গেইট এলাকায় তিতাসের দুই শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজন বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন চন্দ্রা জোনাল অফিস কর্তৃপক্ষ থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালিয়ে ওই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় এক এলাকার গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুয আলম। অভিযানে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আরিফ মাহমুদ বাবু, সহকারী প্রকৌশলী বিধান চন্দ্র পাল, সহকারী ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন, সহকারী কর্মকর্তা আঃ রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন চন্দ্রা জোনাল অফিস সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প ও সাত্তার গেইট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই এলাকায় অবৈধ ভাবে নেয়া দুইশত রাইজারের সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় এক কিলোমিটার এলাকার গ্যাস লাইনের পাইপ উচ্ছেদ জব্ধ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুয আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এ অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত