![মজুরী কমিশন বাস্তবায়নের দাবীতে নরসিংদীতে শ্রমিক সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/narsingdi-photo-02_117312.jpg)
নরসিংদী, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে নরসিংদীতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ পরিষদ। আজ বুধবার বিকেলে নরসিংদী ইউ এম সি পাটকল জামতলা শ্রমিক মঞ্চে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ পরিষদ ঢাকা অঞ্চলের আহ্বায়ক ও ইউএমসি পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুল হকে সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন।
ইউএমসি পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা বশির আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, হারুন অর রশিদ মল্লিক, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মজুরী কমিশন বাস্তবায়ন না হলে আগামীতে ঢাকা শহর ও রাজপথ অবরোধসহ আরো কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।
এবিএন/সুমন রায়/জসিম/রাজ্জাক