শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশুলিয়া হামলা চা‌লি‌য়ে ৩০ দোকানে ভাংচুর: আহত ২৫

আশুলিয়া হামলা চা‌লি‌য়ে ৩০ দোকানে ভাংচুর: আহত ২৫

আশুলিয়া হামলা চা‌লি‌য়ে ৩০ দোকানে ভাংচুর: আহত ২৫

‌সাভার, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : সাভারের আশুলিয়ার বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, অন্তত ৩০টি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় আহত রানা (২০), সুমন আহম্মেদ (১৮) ,সাদ্দাম হোসেন (২৩), আবু তাহের মিয়া (৩৩) পোশাক শ্রমিক নাছিমা আক্তার (২০) সহ ২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। হামলা চলাকালে আশুলিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত আবু তাহের মিয়াজানায়, ৪০/৫০ জনের একটি অস্ত্রধারী দল আকস্মিকভাবে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাট চালায়। তারা দোকানের মালামালসহ নগদ ৫ লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তজেনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য সাদেক ভুইয়া ঘটনাটি সত্য নয় বলে জানায়, তিনি আরও বলেন এটি একটি সাজানো ঘটনা।

এই ঘটনার আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, দুইটি গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে , এই ঘটনার একটি অভিযোগ পেয়েছি মামলা নেওয়া হবে ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাব এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত