শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবাসী দাতব্য প্রতিষ্ঠানের বৃত্তি প্রদান

গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবাসী দাতব্য প্রতিষ্ঠানের বৃত্তি প্রদান

গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবাসী দাতব্য প্রতিষ্ঠানের বৃত্তি প্রদান

নড়াইল, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : নড়াইলে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে “দি অপটিমিষ্ট” নামের একটি প্রবাসী দাতব্য সেবা সংস্থা। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন স্কুলের ৪১ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীকে জনপ্রতি চার হাজার ৯শত টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) মো: আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন করীর,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড.এস এ মতিন,শিক্ষক ইউছুফ আলী,রাবেয়া ইউছুফ,চেম্বর অব কর্মাসের সভাপতি মো:হাছানুজ্জামান,শিক্ষক নেতা আঞ্জুমনোয়ারা প্রমুখ।

“দি অপটিমিষ্ট” এর নড়াইল জেলা পরিচালক রাবেয়া ইউসুফ জানান,২০১৬ সাল থেকে শুরু হওয়া এই বৃত্তি ৬ষ্ট থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। যে সব ছাত্র-ছাত্রী লেখাপড়া চালিয়ে যাবে তাদের এইইচ এসসি পর্যন্ত এই সুবিধা প্রদান করা হবে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত