![অভয়নগরে গত ১০মাসে ৩শ’৮৬ জন শিক্ষার্থীর বাল্যবিয়ে হয়েছে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/28/avoynaoar-map_117382.jpg)
অভয়নগর (যশোর), ২৮ ডিসেম্বর, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলায় চলতি বছরের ১জানুয়ারি থেকে ৩১অক্টোবর পর্যন্ত অর্থাৎ বিগত ১০মাসে ৩শ’৮৬জন শিক্ষার্থীর বাল্য বিয়ে সংঘটিত হয়েছে। বাল্যবিয়ে রোধকল্পে উপজেলা শিক্ষা অফিস এক জরিপ চালিয়ে এ তথ্য সংগ্রহ করেছে।
জরিপ তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার ৫৮টি মাধ্যমিক পর্যায়ের স্কুল থেকে ২শ’৮৩জন এবং মাদ্রসা থেকে ১শ’৩জন শিক্ষার্থীর বাল্যবিয়ে অনুষ্ঠিত হয়। গত এই ১০মাসে ৫৮টি স্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণির ২২জন, ৭ম শ্রেণির ৪৩জন, ৮ম শ্রেণির ৫৪জন, ৯ম শ্রেণির ৭৫জন এবং ১০ম শ্রেণির ৮৯জন শিক্ষার্থীর বাল্যবিয়ে সংঘটিত হয়েছে।
অপরদিকে, ২০টি মাদ্রাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির ১০জন, ৭ম শ্রেণির ৮জন, ৮ম শ্রেণির ২৮জন, ৯ম শ্রেণির ৩২জন এবং ১০ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর বাল্যবিয়ে সংঘটিত হয়েছে। সব মিলিয়ে ৩শ’৮৬জন শিক্ষার্থীর বাল্যবিয়ে এই ১০মাসে সংঘটিত হয়। স্কুল ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ের ছাত্রীর সংখ্যা ৩শ’৮৪জন এবং ছাত্র সংখ্যা ২জন।
শহর ও গ্রামভিত্তিক হিসাবে নওয়াপাড়া পৌরসভায় ১০৭জন, প্রেমবাগ ইউনিয়নে ২৫জন, সুন্দলী ইউনিয়নে ১২জন, চলিশিয়া ইউনিয়নে ১৪জন, পায়রাহাট ইউনিয়নে ৩০জন, শ্রীধরপুর ইউনিয়নে ৭৪জন, বাঘুটিয়া ইউনিয়নে ২৬জন, শুভরাড়া ইউনিয়নে ৫১জন এবং সিদ্দিপাশা ইউনিয়নে ৪৭জন শিক্ষার্থীর বাল্যবিয়ে সংঘটিত হয়।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন ইতোমধ্যে বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি পালন করলেও থেমে নেই বাল্যবিবাহের হিড়িক। মুচলেকা দেওয়ার পরও ওই সকল পরিবারের অভিভাবকদের যোগসাযোগে ছেলে-মেয়ের উভয় একত্রে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে।
এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/রাজ্জাক