শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় দুই দিনব্যাপী জলবায়ু মেলা শুরু

কয়রায় দুই দিনব্যাপী জলবায়ু মেলা শুরু

কয়রা (খুলনা), ২৮ ডিসেম্বর, এবিনিউজ : জ্ঞান সহযোগিতা অংশগ্রহন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় স্থানীয় ক্ষমতায়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা জলাবায়ু পরিষদের উদ্যোগে ও এনজিও সংস্থা সিএসআরএল, প্রগতি, প্রকাশ, বৃটিশ কাউন্সিল, ইউকেএইড এর আয়োজনে আইলা বিধ্বস্ত সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় দুই দিন ব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে। উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এড. কেরামত আলীর সভাপতিত্বে ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ইমদাদুল হক টিটুর পরিচালনায় গত ২৮ ডিসেম্বর সকাল ১০টায় কপোতাক্ষ কলেজ মাঠে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। আরো বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা গাজী মোস্তাফিজুর রহমান।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, জলবায়ু মেলার সদস্যবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। মেলায় বিভিন্ন প্রদর্শীর ৩০টি স্টল শোভা পাচ্ছে। উদ্ধোধনী পর্ব শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা অনুষ্ঠিত হয় ও শিশুরা নাগোরদোলায় আনন্দ উপভোগ করে।

এবিএন/শহীদুল্লাহ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত