![জয়পুরহাটে তাবলিক জামায়াতের ইজতেমা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/28/joypurhat_abnews24_117431.jpg)
জয়পুরহাট, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটে তাবলিক জামায়াতের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শহরের সিমেন্ট ফাক্টরির মাঠে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হওয়া এ ইজতেমা শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। এ ইজতেমায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলা সহ নওগাঁ জেলার ধামুইরহাট এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মুসল্লীরা অংশ গ্রহন করবেন।
ইজতেমার আয়োজক কমিটির আহ্বায়ক হাফিজ ইমাম জানান, ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহন করবেন। এছাড়া মুসল্লীদের স্বাস্থ্য সেবায় রয়েছে তিনটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, রয়েছে পয় নিস্কাশনের জন্য ৮শ’ টি টয়লেট ও শৌচাগার। ইজতেমায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে প্রায় আড়াই হাজার মুসল্লী। এদিকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/রাজ্জাক