![জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/28/daki_117432.jpg)
জয়পুরহাট, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটের পাকুরদারা গ্রামে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ওই গ্রামের অখিল চন্দ্র মন্ডলের বাড়িতে ডাকাতি করে ২০ ভরি স্বর্নালঙ্কার, নগদ ২৬ হাজার টাকা, ২টি স্মার্ট মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাত কবলিত বাড়ির মালিক অখিল চন্দ্র জানান, বৃহস্পতিবার ভোর রাতে ১০/১২ জনের এক দল ডাকাত বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এর পর ঘরের দরজা ভেঙ্গে তার বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই সব মামলামাল লুট করে নিয়ে যায়।
এ নিয়ে গত ২ দিনে জয়পুরহাট সদর উপজেলায় দিনে ৪টি বাড়িতে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৪টি পরিবার। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট হলেও কাউকে গ্রেফতার বা কোন মালামালই উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও ডাকাতদের গ্রেফতারে কোন অগ্রগতির খবর দিতে পারেননি।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/রাজ্জাক