![কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/28/20171228_114601_117440.gif)
কিশোরগঞ্জ, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কার্যক্রম তুলে ধরা হয়। এ উপলক্ষে বিভিন্ন উপজেলায় ৭২টি স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির বিশেষ ক্যাম্প এবং ১০৪টি বিশেষ স্যাটেলাইট ক্লিনিক বাস্তবায়ন করা হবে।
কিশোরগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপসচিব, তরফদার আক্তার জামিল। বিশেষ অতিথি হিসেবে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান, জেলা সহকারী পরিচালক (ক্লিনিক) ডাঃ রওশন আক্তার জাহান, জেলা (এমওসিসি) ডাঃ হালিমা আখতার, কিশোরগঞ্জ সদর হাসপাতাল (আর এম ও) ডাঃ গোলাম মওলা, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা কামাল, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার ও কিশোরগঞ্জ নিউজ সম্পাদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, এম ও- সি সি (এম সি ডব্লিও সি) ডাঃ হোসনা বেগম, সদর উপজেলার (এম সি এইচ এফ পি) ডাঃ সাইদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, সাংবাদিক সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/রাজ্জাক