সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চকরিয়া, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখলীস্থ ঝণঝণি ব্রীজ পয়েন্ট ও চকরিয়া-মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে চকরিয়া সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ বেলাল উদ্দিন (২০) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার নুরু মাঝির ছেলে মোহাম্মদ জাকারিয়া (৪০)।

আহতরা হলেন- কক্সবাজার পৌরশহরের ফিশারিঘাট এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আলম (৩১), একই এলাকার আবুল অদুদের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও আমির হামজার ছেলে শফিকুর রহমান (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার দুুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি একটি প্রাইভেট মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে বিপরীতমুখি মোটরসাইকেলের।এসময় মোটর সাইকেল আরোহী জাকারিয়া ঘটনাস্থলে মারা যায়। মাইক্রোবাসের তিন যাত্রী আহত হয়। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, চকরিয়া-মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় ম্যাজিক গাড়ির (ছাড়পোকা) এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী বেলাল উদ্দিন গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৭টার দিকে মারা যায়।

চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত