শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার রাজেন্দ্রপুর ও শ্রীপুর পৌর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার হাতিয়াবহের বাসিন্দা মো. মতিউর রহমান (৬৫) এবং নওগাঁর রাণীনগর উপজেলার সিমবা গ্রামের খবির উদ্দিন কাজীর স্ত্রী মর্জিনা আক্তার (৫৫)।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, বেলা আড়াইটার দিকে মতিউর রহমান ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় মোহা সিএনজি পাম্পের সামনে সন্ধ্যা পৌনে ৭টায় দ্রুতগতির ট্রাকের চাপায় মর্জিনা আক্তার নিহত হয়েছেন।

মর্জিনা বুধবার নওগাঁ থেকে পরিবারসহ সতীনের ভাই মিলন মিয়ার ভাড়া বাগিতে বেড়াতে আসেন। সেখান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অপর এক স্বজনের বাড়িতে বেড়ানোর পর ফিরে আসার সময় দুর্ঘটনায় পড়েন বলে ওসি জানান।

লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত