শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কালিয়াকৈর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কালিয়াকৈর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে বুধবার রাতে মোশারফ হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২২পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত মোশারফ হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। বুধবার রাতে সে ইয়াবা বিক্রি করতে কালামপুর চৌরাস্তা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২২পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত