![সেনবাগে সদস্য পদে আ’লীগের দুই প্রার্থীর জয়](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/28/untitled-1_117488.gif)
সেনবাগ (নোয়াখালী), ২৮ ডিসেম্বর, এবিনিউজ : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের ৪নং ব্লক (সেনবাগ) স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সদস্য পদে সাইফুল ইসলাম বাবু ও সংরক্ষিত মহিলা সদস্য পদে রেজিয়া আক্তার বকুল বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুুষ্ঠিত হয়।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, ঘোষিত ফলাফলে সাইফুল ইসলাম বাবু ৪৮ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ১৯ ভোট।
অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে রেজিয়া আক্তার বকুল ৪৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী আক্তার পেয়েছেন ২৮ ভোট।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক