শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে নিখোঁজের ৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

সেনবাগে নিখোঁজের ৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী), ২৮ ডিসেম্বর, এবিনিউজ : নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর শিশু মহরম আলীর (৫) লাশ পাওয়া গেল দিঘির জলে। করুন এ ঘটনাটি বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির সাতবাড়ীয়া গ্রামের হাকিম আলীর বাড়ীতে ঘটে। সে ঔ গ্রামের আবদুর রহমানের এক মাত্র সন্তান।

পারিবারিক সুত্রে জানা গেছে, শিশু মহরম আলীর পিতা আবদুর রহমান বুধবার দুপুরে বাড়ীর উত্তর পাশে মাঠে কাজ করতে যায়। এর কিচু সময় পর বাপের পিচু নিয়ে মহরম বাড়ী থেকে বের হয়। এরি মধ্যে মা মনোয়ারা বেগমের মনে হলে সাথে পরিবারের লোক জন সকলে মিলে তাকে খুজতে থাকে। কিন্তু তিন ঘন্টা পরেও কোন সন্ধান না পাওয়া সবাই ক্লান্ত হয়ে পড়ে।

এ সময় নিখোজের বিষযে মসজিদের মাইকে ঘোষনা দেয়া হয়। এর পরে পাশের বাড়ীর জমিদারের স্ত্রী দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় একটা ছোট জুতা দেখে মাইকের ঘোষনার কথা মনে পড়ে যায়। সে দায়িত্ব নিয়ে চতুর পাশে দেখতে দেখতে এক পর্যাযে সাতবাড়ীয়া দিঘির জলে মহরম আলীর লাশ ভাসচে। সাথে সাথে লাশ উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালে ভতি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত