শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

বাউফলে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

বাউফল (পটুয়াখালী), ২৮ ডিসেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে ‌‌‘খুঁজছে তোমায়- নন্দিত বাউফল, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে বাউফল উপজেলা পরিষদের আয়োজনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে স্থানীয় সাংবাদিক ও সরকারী কর্মকর্তাদের নিয়ে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোহেল রানা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ । অনুষ্ঠানে উপজেলার চারটি জোন থেকে ৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭ টি মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন বলে সূত্রে জানা গেছে ।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত