![ডোমারে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/28/1.-health-pic-_117501.gif)
নীলফামারী, ২৮ ডিসেম্বর, এবিনিউজ :“পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. নাছিমা হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর, প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল বারী, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক রওশন রশিদ, জুলফিকার আলী ভুট্টু প্রমূখ বক্তব্য রাখেন। আগামী ৩০ ডিসেম্বর হতে ৪ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/রাজ্জাক