মুন্সীগঞ্জ, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে নোঙর করে থাকে ৬টি ফেরি। আজ শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। নদীতে নোঙর করা ফেরিগুলোসহ সব ফেরি চলাচল শুরু করে।
ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়া ৩ শতাধিক যানবাহনের যাত্রীদের কনকনে শীতে দুর্ভোগ পোহাতে হয়।
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ