শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দাউদকান্দিতে ভোটকেন্দ্রের পাশে ঝোপ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

দাউদকান্দিতে ভোটকেন্দ্রের পাশে ঝোপ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

দাউদকান্দিতে ভোটকেন্দ্রের পাশে ঝোপ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

দাউদকান্দি(কুমিল্লা) , ২৯ ডিসেম্বর, এবিনিউজ : দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সময় একটি কেন্দ্র এলাকা থেকে অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম জানান, দৌলতপুর ইউনিয়নের নারানদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে বাগান বাড়ী থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দুটি বস্তায় ভিতর থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, কুড়াল, ছুড়ি, লাঠি প্রভৃতি। তবে এসব অস্ত্রের উৎস বা মালিক সর্ম্পকে কিছু জানা যায়নি। ওই ঘটনার পর ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে চাইনিজ কুড়াল ২টি, চাপাতি ৩টি, রামদা ৩টি, হকিস্টিক ২টি, গ্যাসপাইপ ২টি, স্টিলের লাঠি ১৮ টি, ধারালো ছেনি ৬টি, লম্বা ছুড়ি ২টি এবং ১৫টি কাঠের রোলার রয়েছে।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত