শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুমিল্লায় সাংবাদিকদের উপর বিএনপি সন্ত্রাসীর হামলা: আহত ৩

কুমিল্লায় সাংবাদিকদের উপর বিএনপি সন্ত্রাসীর হামলা: আহত ৩

কুমিল্লায় সাংবাদিকদের উপর বিএনপি সন্ত্রাসীর হামলা: আহত ৩

কুমিল্লা, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ২৮ ডিসেম্বর ইউপি নির্বাচন চলোকালে বিএনপি সন্ত্রাসীদের হামলায় ৩ সাংবাদিক আহত, গাড়ি ভাংচুর, ক্যামেরা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুমিল্লায় সাংবাদিক সমজ তীব্র নিন্দ্রা ও হামলা কারীর দ্রুত গ্রেফতারপূর্বক বিচার দাবী করেছে।

বৃহস্পতিবার নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সাংবাদিকদের বহনকারী গাড়ি ভিকতলা মাদ্রাস ভোট কেনন্দ্র থেকে সংবাদ সংগহ শেষে টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পদক্ষিণ কালে টামটা জামে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় বিএনপি সমর্থীত প্রার্থী মো: আনোয়ার হোসেনের উপর হামলা করা হয়েছে। এ ঘোষনার পর পরই স্থানীয় প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের গাড়ি ভাংচুর, ক্যামেরা ছিনতাই ও মারধর করে।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ঘটনাস্থল থেকে সাংবাদিকদের আদ্ধর করে। ঘটনায় দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, বিজয় টিভির রিপোর্টার আলাউদ্দিন আল আজদ, ক্যামরো ম্যান জাহাঙ্গীর আলম আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উক্ত হামলার ঘটনায় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দ জানান।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত