শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বগি লাইনচ্যুত : সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন বন্ধ

বগি লাইনচ্যুত : সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন বন্ধ

বগি লাইনচ্যুত : সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন বন্ধ

হবিগঞ্জ, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার সকালে দাউদনগর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি দাউদনগর রেলগেটে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলগেটে ট্রেন আটকে পড়ায় শায়েস্তাগঞ্জে স্থানীয় যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

ট্রেনের বগিটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত