![শায়েস্তাগঞ্জের দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/29/habigonj-up-chairman_117562.jpg)
হবিগঞ্জ, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : শায়েস্তাগঞ্জে দুইটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম বেসরকারী ভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন ।
বিজয়ীরা হলেন- ব্রাহ্মণডোরা ইউনিয়নে আদিল হোসেন জজ মিয়া ও নুরপুর ইউনিয়নে মো. মুখলিছ মিয়া। সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরপুর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী মুখলিছ মিয়া পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীয়ত আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হোসাইন মো. আদিল জজ মিয়া পেয়েছে ৩ হাজার ৩৬৭ ভোট। তাঁর নিকতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম রানু (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬১০ ভোট। নির্বাচনে স্বত:স্ফূর্ত ভোটারদের উপস্থিতি ছিল। নারী ভোটারের ছিল দীর্ঘ লাইন। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপুর্ণ ভোট গ্রহণে প্রশাসন ছিল তৎপর।
এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর