শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • প্রথম ধাপে ১ লাখ রোহিঙ্গার তালিকা যাচ্ছে মিয়ানমারে : সেতুমন্ত্রী

প্রথম ধাপে ১ লাখ রোহিঙ্গার তালিকা যাচ্ছে মিয়ানমারে : সেতুমন্ত্রী

প্রথম ধাপে ১ লাখ রোহিঙ্গার তালিকা যাচ্ছে মিয়ানমারে : সেতুমন্ত্রী

কক্সবাজার, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম ধাপে প্রত্যাবাসনের লক্ষ্যে আজই ১ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করবে বাংলাদেশ।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে ব্রিফিংকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যদি শুরু থেকে মিয়ানমারের উস্কানিতে সাড়া দিয়ে তাদের সঙ্গে সংঘাতে জড়াত সরকার, তা হলে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বোঝা হয়ে থাকত। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উস্কানিতে সাড়া না দিয়ে যেভাবে রোহিঙ্গা সংকট মোকাবিলা করেছেন তা বিশ্ববাসীর মুখে মুখে আজ।

সেতুমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে সমঝোতার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে সরকার। সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটি ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো হবে।

তিনি বলেন, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার পরও বাঙালি মানবতাবাদী। এ কারণে নিজ দেশের জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি আমরা। তাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। অতি শিগগরই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

সেতুমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে বলেন, বিএনপি নির্বাচনে না এলেও সময় মতো নির্বাচন হবে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে নির্বাচনে আসার বিকল্প নেই বিএনপির। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয় পাবে বলে আমরা শতভাগ আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন প্রমুখ।

এরপর কুতুপালং শরণার্থী ক্যাম্পে ছাত্রলীগ পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সেতুমন্ত্রী।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত