শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজবাড়ী, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ উপজেলার মুকবুলের দোকান নামক স্থানে বাস চাপায় একজন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকানে পরিবহনের চাপায় এক ব্যক্তির নিহতের ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

নিহত কুদ্দুস শেখ (৪৫) গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বর পাড়ার আরশাদ আলীর ছেলে।

কুদ্দুস শেখের মৃত্যুর ঘটনায় স্পিড ব্রেকারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে ৮ কিলোমিটারের তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় উত্তেজিত জনতা কয়েকটি গাড়ী ভাংচুর করে। রাজবাড়ী প্রথম দফায় পুলিশ কয়েকবার ঢাকা-খুলনা মহাসড়ক অবমুক্ত করতে চাইলে উত্তেজিত জনতার তোপের মুখে পরে পিছু হটে।

পরে রাজবাড়ী জেলার সহকারী সিনয়র পুলিশ সুপার আসাদুজ্জামানের হস্তক্ষেপে ৩ দিনের মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকানের সামনে স্পিডব্রেকার স্থাপন করতে চাইতে দুপুর ১টায় উত্তেজিত জনতা শান্ত হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ছেড়ে দেয়।

স্থানীয়রা জানায়, তিন দিনের মধ্যে এখানে স্পিড ব্রেকার স্থাপন না করলে আবার এই মহাসড়ক অবরোধ করা হবে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত