![আগৈলঝাড়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/29/committee_abnews_117596.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৯ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০১৮ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৭ সালের আয়-ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে ২০১৮ সনের কার্যকর কমিটিতে সভাপতি নির্বাচিত হন দৈনিক সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচত হন ইত্তেফাক প্রতিনিধি তপন বসু।
কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি শামীমুল ইসলাম (নয়া দিগন্ত), যুগ্ম-সম্পাদক এসএম ওমর আলী সানি (ভোরের দর্পণ), কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম (ভোরের আলো), দপ্তর সম্পাদক জয় রায় (দখিনের মুখ), তথ্য ও প্রচার সম্পাদক রিপন বিশ্বাস, নির্বাহী সদস্য- ১ অপূর্ব লাল সরকার (সংবাদ), নির্বাহী সদস্য- ২ সরদার হারুন রানা (ভোরর কাগজ)।
সাধারণ সদস্য ওয়াসিম ভুঁইয়া সেলিম (আজকের বরিশাল), মো. সাইফুল ইসলাম (যুগান্তর), মো. মাহাবুবুল ইসলাম (দিনকাল), প্রবীর বিশ্বাস ননী (যায়যায়দিন), মো. মনিরুজ্জামান (বরিশাল সময়)।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি