শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় দুই দিনব্যাপী জলবায়ু মেলা সম্পন্ন

কয়রায় দুই দিনব্যাপী জলবায়ু মেলা সম্পন্ন

কয়রা (খুলনা), ২৯ ডিসেম্বর, এবিনিউজ : সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রা উপজেলা সদরে কপোতাক্ষ কলেজ মাঠে ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী জলবায়ু মেলার সমাপণী দিন ছিল আজ শুক্রবার।

উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে ও সিএসআরএল, প্রগতি, প্রকাশ, বৃটিশ কাউন্সিল এবং ইউকেএইড এর আয়োজনে জলবায়ু মেলার সমাপণী দিনে মেলা প্রাঙ্গণ ছিল দর্শনার্থীদের পদভারে মুখরিত।

প্রথম দিনে মেলার শুভ সূচনা, জলবায়ুর ওপর ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন জনিত সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে তারুণ্যের ভাবনা বিষয়ক মতামত, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণি-পেশার মানুদের নিয়ে বিকেলে মেলামঞ্চে মুক্ত সংলাপ।

সন্ধ্যায় জলবায়ু পরিবর্তনের ওপর নাটিকা, আদিবাসী সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্ত সংলাপে অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এড. কেরামত আলী, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, সিএসআরএল এর জিয়াউল হক ম্ক্তুা, জলবায়ু পরিষদের সদস্য সচিব ইমদাদুল হক টিটুসহ জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগিরা।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত