![বিজয় দিবস উপলক্ষে পাইকগাছায় স্বাস্থ্যসেবা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/29/sova_abnews_117626.jpg)
পাইকগাছা (খুলনা), ২৯ ডিসেম্বর, এবিনিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ও পাইকগাছা ডায়াবেটিস সমিতির যৌথ আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলার পাইকগাছা ডায়াবেটিস সমিতি মিলনায়তনে প্রায় ৫’শ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। দিনব্যাপী এই কর্মসুচির উদ্বোধন করেন- খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএমএ’র দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অবঃ উপাধ্যক্ষ আফসার আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, পাঠাগারের সহ-সভাপতি অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, পাঠাগারের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, পাঠাগারের কোষাধ্যক্ষ প্রভাষক রেবা আক্তার কুসুম, সদস্য আব্দুল করিম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ।
দিনব্যাপী এ কর্মসূচিতে ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম-যৌন বিশেষজ্ঞ ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর কুমার রায়, মেডিসিন, বক্ষব্যাধি, এ্যাজমা, হাঁপানি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ প্রশান্ত কুমার রায়, ক্যান্সার সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ মনোয়ার হোসেন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি