শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জলঢাকায় যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন

জলঢাকায় যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন

জলঢাকায় যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন

জলঢাকা (নীলফামারী), ২৯ ডিসেম্বর, এবিনিউজ : প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, অশালীন বক্তব্য ও তার ব্যবসায়ী সুনাম ক্ষুন্নের প্রতিবাদে যুবলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের বিরুদ্ধে অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। আজ শুক্রবার দুপুরে তার বাসভবনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকসহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের ছেলে শরিফুল ইসলাম বাবু, জামাতা আতিকুজ্জামান বাবু ও মেয়ে সাজেদা আক্তার জাহান মুক্তা।

কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান বাহাদুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠ করেন চেয়ারম্যান সৈয়দ আলী। তিনি বাহাদুরের বাবার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভুমিকার অভিযোগ রয়েছে বলে জানান।

লিখিত বক্তব্যে আরো বলেন, এই যুবলীগ নেতা সামান্য একজন স্কুলের শিক্ষক হয়ে রাতারাতি কিভাবে আংগুল ফুলে কলাগাছ হয়। এ নেতা ২০১২ সালে একজন প্রথম শ্রেনীর কর্মকর্তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতির পদ হারায়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার ছেলে শরিফুল ইসলাম বাবু বলেন, আমার বাবা এ উপজেলার দুবারের চেয়ারম্যান তার আকাশ চুম্বি জনপ্রিয়তা দেখে আমাদেরকে পারিবারিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্য করার জন্য এই যুবলীগ নেতা উঠে পড়ে লেগেছেন। তিনি আরো বলেন, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে মর্মে ওই নেতা (বাহাদুর) আমার বাবার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পুর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী জাতীয় পতাকা অবমাননা করেছেন। তার বিরুদ্ধে মামলা করেছি। সৈয়দ আলী ব্যাংকের টাকা আত্মসাত করে জামায়াত জেএমবির পৃষ্ঠপোষকতা করছে।

উল্লেখ্য, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর বিরুদ্ধে ফেষ্টুনে জাতীয় পতাকা অবমাননা হয়েছে বলে, সম্প্রতি জলঢাকা থানা ও নীলফামারী চীফ জুডিশিয়াল আদালতে পৃথক ভাবে অভিযোগ দাখিল করেন। এর আগে বাহাদুর স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতেও প্রতিবাদ সমাবেশ করে।

এবিএন/হাসানুজ্জামান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত