শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ কুয়াশায় ঢেকে থাকায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়াসহ উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এ সময় আটকা পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তা ছাড়া নদী এলাকায় শীতের তীব্রতা একটু বেশি।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে নদীতে ঘন কুয়াশা পড়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ রুটে রাত ১০টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে । ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত