![অল্পের জন্য রক্ষা পেলেন লঞ্চের ৫ শতাধিক যাত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/30/mv-manik_117704.jpg)
মুন্সীগঞ্জ, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য রক্ষা পেলেন লঞ্চের ৫ শতাধিক যাত্রী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের কাঠপট্টী ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ শতাধিক যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, ঢাকার সদর ঘাট থেকে বরগুনাগামী এমভি মানিক-৯ এর সঙ্গে সদরঘাটগামী বালুবাহী এমভি শরিফুদ্দিন-২ বাল্কহেডের ধাক্কা লাগে। এরপর লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে যায়। পরবর্তীতে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের চেষ্টায় যাত্রীদের উদ্ধার করে নিরাপদ সরিয়ে নেয়া হয়। এরপর এমভি মানিক-১ দুর্ঘটনার কবলে পড়া ৫ শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় গন্তব্যে রওনা হয়।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত লঞ্চ ও বাল্কহেডটি নদীর তীরে রাখা হয়েছে এবং রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এই ঘটনায় নিখোঁজ কিংবা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এবিএন/সাদিক/জসিম/এসএ