![মাগুরায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/30/road-accident@abnews24_117722.jpg)
মাগুরা, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ ভটভটিযাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া এলাকায় মাগুরা-যশোর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত সমীর সাহা (৫০) মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের বলরাম সাহার ছেলে।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, বাসটি পেছন থেকে এসে ভটভটিকে ধাক্কা দিলে সেটা রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ভটভটির চালকসহ ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও সমীর কিছুক্ষণের মধ্যেই মারা যান। আরও চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘনা ঘটেছে বলে তিনি তার ধারণার কথা জানিয়েছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ