বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চা দোকানি থেকে গ্যাস চুলার মেকার বিশ্বজিৎ এখন স্বাবলম্বী

চা দোকানি থেকে গ্যাস চুলার মেকার বিশ্বজিৎ এখন স্বাবলম্বী

চা দোকানি থেকে গ্যাস চুলার মেকার বিশ্বজিৎ এখন স্বাবলম্বী

বাগেরহাট, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : ‘ছোট্ট একটি চা’র দোকান। এই দোকানের আয়ে নির্ভর করে পাঁচ সদস্যর পরিবার। এছাড়া কারেন্ট সুদের টাকার তাড়া তো রয়েছে। তাই চুলা জ্বলা বন্ধ হলেই মহাবিপদ। তবুও মাঝে মধ্যে বিপত্তি ঘটায় গ্যাসের চুলাটি। তখন দোকান বন্ধ রেখে ধর্ণা ধরতে হয় মেকারের কাছে। তাও আবার সময় মত পাওয়া যায়না তাকে। তাই রাগ করে নিজের গ্যাসের চুলা নিজেই সারতে শুরু করি। এভাবে চুলা মেরামতের কাজ শেখা।’

আজ শনিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের মডেল স্বুলের সামনে বসে কথাগুলো বলছিলেন চা দোকানি বিশ্বজিৎ মন্ডল।

বিশ্বজিৎ আরও জানান, এখন রোজ ৩-৪টি গ্যাসের নষ্ট চুলা আসে তার দোকানে। প্রতিটি চুলা মেরামত করে তিনি ৩০০-৪০০ টাকা পান। চুলার খুচরা যন্ত্রাংশ অন্য দোকান থেকে কিনতে হয় বলে লাভ কম। তবুও ভাল, কারণ মানুষ তার কাজের উপর অনেক খুশি। তাই দিনেদিনে কাজের সংখ্যা বাড়ছে। আর কাজের সংখ্যা বাড়ছে বলেই ‘কারেন্ট সুদে’র প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করে আজ তিনি স্বাবলম্বী।

এ ব্যাপারে চিতলমারীর তরুণ সমাজ সেবক দেবাশিষ বিশ্বাস জানান, মানুষের চেষ্টার অসাধ্য কিছুই নেই। কারণ দেনার দায়ে যে বিশ্বজিৎ একদিন পালাতক ছিল। সেই বিশ্বজিৎ নিজের কর্মের মধ্যে আজ এতগুলো টাকা পরিশোধ করেছে। এটা আসলে সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ।

এবিএন/সাগর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত