![জয়পুরহাটে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/30/joypurhat_abnews24_117763.jpg)
জয়পুরহাট, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : বিশ্বের নির্যাতিত মুসলিম স¤প্রদায়ের কল্যাণসহ দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জয়পুরহাটে তাবলিক জামায়াতের উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তাবলীগ জামায়াতের সুরা সদস্য ও কাকরাইল জামে মসজিদের মুরব্বী মাওলানা ফারুক এ ইজতেমায় মোনাজাত পাঠ করান। জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলা সহ নওগাঁ জেলার ধামুইরহাট এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার প্রায় দুই লাখ মুসল্লী অংশ গ্রহণ করেন এই ইজতেমায়। শহরের সিমেন্ট ফ্যাক্টরি মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় এই ইজতেমা।
ইজতেমার আয়োজক কমিটির আহ্বায়ক হাফিজ ইমাম জানান, মুসল্লীদের স্বাস্থ্য সেবার জন্য ছিল তিনটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, পয়ঃ নিস্কাশনের জন্য ছিল ৮শ’ টি টয়লেট ও শৌচাগার। এদিকে প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তা থাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো এ জেলা ইজতেমা।
আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি, সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ার্যমান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদ এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি