বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে ব্যবসায়ীকে হত্যা

সেনবাগে ব্যবসায়ীকে হত্যা

সেনবাগ (নোয়াখালী), ৩০ ডিসেম্বর, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়ন থেকে জাহাঙ্গীর আলম (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ীক লেনদেনের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামের ওয়াসিল ভূঁইয়া বাড়ীর আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ শনিবার ভোর ৪টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রামের তার মুরগির খামারে খাবার দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয় জাহাঙ্গীর। পরে সকাল সাড়ে ৮টার দিকে খামার থেকে প্রায় ১ কিঃমি দূরে রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক আর্থিক লেনদেনের কারণে জাহাঙ্গীর আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত