![জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/30/joypurhat-sports-pic-30.12_117785.jpg)
জয়পুরহাট, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের চার দিনব্যাপী একাদশ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
আজ শনিবার দুপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। কলেজের রাজিয়া, সিতারা ও তারামন এই তিনটি হাউসের মোট ১০০ জন ক্যাডেট এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। মোট ২৯ টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিতারা হাউস চাম্পিয়ন এবং তারামন হাউস রানার্স আপ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোশফেকুর রহমান।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/রাজ্জাক