বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা

তিতাসে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা

তিতাস (কুমিল্লা), ৩০ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে হত্যার উদ্দেশ্যে তাকে বহন করা প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-৩২-৯২৩৩ এর উপর সন্ত্রাসীদের অতর্কিত গুলি বর্ষনের প্রতিবাদে তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কর্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তরা বলেন সোহেল শিকদারকে হত্যার উদ্দেশ্যে যে সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষন করেছে তাদেরকে চিহ্নত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা গ্রহনের জন্য স্থানীয় আইন শৃঙঙ্খলা বাহীনিসহ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ জানে আলম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মোঃ মীর শওকত লিটন, ডাক্তার ফজলুল হক, যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, মোজাম্মেল হক টিটু, আবু ইউসুফ মুন্সি, হাজী আমির আলীসহ আরো অনেকে।

জানা যায়, মঙ্গলবার সন্ধা আনুমানিক ৬টায় সোহেল সিকদার গৌরীপুর বাজার থেকে একটি প্রাইভেট কার যোগে ঢাকা মেট্রো-গ ৩২-৯২৩৩ তিতাসে আসার পথে উপজেলার জিয়ারকান্দি গোমতি সেতুর উত্তর পারে পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী প্রাইভেট কারটি লক্ষ করে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ীর গতিরোধ করার চেষ্টা করে ব্যার্ত হয়ে রাস্তার দুই পাস থেকে প্রাইভেট কারটি লক্ষ করে এলোপতারী গুলি বর্ষণ করলে কারটি ঝাঝরা হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে চতুর চালকের দুরান্ত সাহসিকতায় দ্রুত গতিতে ঘটনা স্থল ত্যাগ করায় প্রাণে বেচে যায় সোহেল সিকদার।

এঘটনায় সোহেল সিকদারের পিতা আক্তার হোসেন নিজাম সিকদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬জনকে অজ্ঞাত রেখে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছ্ এবিষয়ে ওসি নুরুল আলম টিপু জানায় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল সিকদারের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবিএন/কবির হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত