শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি

ঝালকাঠিতে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি

ঝালকাঠি, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : জনঅংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহি করতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠান। টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহায়তায় নবগ্রাম ইউনিয়ন পরিষদ গতকাল শুক্রবার বিকালে ইউনিয়নের পরমহল খান সুপার মার্কেট মাঠে এর আয়োজন করে।

নবগ্রাম ইউনিয় পরিষদ চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দ জনগণের মুখোমুখি হন। ১৫ জন নারী-পুরুষ ইউপি কার্যক্রম ও নানামুখী সমস্যা সম্পর্কিত প্রশ্ন উপস্থাপন করেন। ইউপি চেয়ারম্যান প্রশ্নের জবাব দেন এবং পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমু। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্র্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করাসহ ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ হওয়ার আহ্বান জানান।

নবগ্রাম ইউপি সদস্য আবদুল হান্নান তালুকদার ও গোপাল কৃষ্ণ হাওলাদার আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক। ইউপির নারীসদস্য শাফিয়া বেগমসহ সাধারণ সদস্যবৃন্দ, ইউপি সচিব স্বপন কুমার ওঝা, টিআইবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) কমলেন্দু গুহ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত