শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় কন্যা শিশুর জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন কার্যক্রম কর্মসূচীর সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় কন্যা শিশুর জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন কার্যক্রম কর্মসূচীর সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় কন্যা শিশুর জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন কার্যক্রম কর্মসূচীর সম্মাননা প্রদান

আগৈলঝাড়া (বরিশাল), ৩০ ডিসেম্বর, এবিনিউজ : “শিক্ষায় বিনিয়োগ, সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় কন্যা শিশুর জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন কার্যক্রম কর্মসূচীর সম্মাননা প্রদান সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন- শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি মহাদেব চন্দ্র বসু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটন, শিক্ষক পুষ্প বিশ্বাস, শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের বাকাল ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহায়ক শিক্ষক বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের লক্ষণ চন্দ্র বৈরাগী, শ্রেষ্ঠ ইউনিট লিডার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রীনা সরকার, শ্রেষ্ঠ অভিভাবক কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের রনজিৎ বৈষ্ণবকে সন্মাননা প্রদান করা হয়।

রাজিহার ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে রাংতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহায়ক শিক্ষক বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সুধন্য হালদার, শ্রেষ্ঠ ইউনিট লিডার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তারিন আক্তার, শ্রেষ্ঠ অভিভাবক রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের নিরোদ বরণ হালদারকে সন্মাননা প্রদানসহ বাটরা প্রেমচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের স্বপ্না ব্যানার্জী ও বাহাদুরপুর নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শফিকুল ইসলামকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত