শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রামপালে সাউথ বাংলা ব্যাংকে’র শিক্ষা বৃত্তি প্রদান

রামপালে সাউথ বাংলা ব্যাংকে’র শিক্ষা বৃত্তি প্রদান

রামপালে সাউথ বাংলা ব্যাংকে’র শিক্ষা বৃত্তি প্রদান

রামপাল (বাগেরহাট), ৩০ ডিসেম্বর, এবিনিউজ : আজ শনিবার রামপালের বাইনতলা, বাশঁতলী এবং রামপাল সদর ইউনিয়নে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধারাবাহিক ভাবে বিভিন্ন ইউনিয়নে প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তির অর্থ প্রদান করা হয়।

রামপাল-মোংলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাউথ বাংলা এ্যাগরিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালক আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি. উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন। এ সময় বাইনতলা ইউনিয়নে ৪০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯৭হাজার টাকা, বাশঁতলী ইউনিয়নে ৯১জন শিক্ষার্থীদের মধ্যে ২লক্ষ ৭৪হাজার টাকা এবং রামপাল সদর ইউনিয়ন পরিষদে ৫২জন শিক্ষার্থীদের মধ্যে ১লক্ষ ৬২হাজার টাকা সহ মোট ১৮৩জন শিক্ষার্থীদের মাঝে ৫লক্ষ ৩৩হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আবুল কালাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নলিনী কৃমার জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, সাবেক চেয়ারম্যান খান তায়েব আলী, বাইনতলা ইনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ হারুন-অর-রশিদ, বাশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব ও সাধারন সম্পাদক এনামুল বাশার বাচ্চু, ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, গিলাতলা সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মুজিবুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক শেখ সাদি প্রমুখ।

অন্যদিকে সকাল ৯টায় পেড়ীখালী ইউনিয়নে এক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসবিএসি ব্যাংকের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়। পেড়ীখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে রামপাল-মোংলা থেকে নির্বাচিত সাবেক সাংসদ হাবিবুন নাহার তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ২৩ জন শিক্ষার্থীর মাঝে ৭১হাজার টাকার বৃত্তি প্রদান করেন।

উল্লেখ্য, এ বছর সাউথ বাংলা এ্যাগরিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলায় প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও গরীব ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষে তাদের মধ্যে ২৫লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত