শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দম্পতি নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দম্পতি নিহত

গাজীপুর, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের ছেলে।

শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)। আহত হয়েছে তাদের ছেলে মারুফ (৮)।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে মোটরসাইকেলে করে ফারুক খান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। সন্ধ্যায় কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা পড়ে যান। আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক পলি আক্তারকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টা খানেক পর চিকিৎসাধীন অবস্থায় ফারুক খান মারা যান। ছেলে মারুফ ওই হাসপাতালে ভর্তি রয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত