শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আগামী বছর হবে একটি কঠিন বছর: রাশেদ খান মেনন

আগামী বছর হবে একটি কঠিন বছর: রাশেদ খান মেনন

ঝালকাঠি, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসারমিক বিমান ও পর্যটন মন্ত্রী কমরেট রাশেদ খান মেনন বলেছেন এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ তলাবিহীন দেশ নয় বরং দেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ দেশ, দেশ এগিয়ে চলছে। আমরা পৃথিবীতে একদিন মাথা উঁচু করে দাড়াবো। তিনি আরো বলেন, আগামী বছর হবে একটি কঠিন বছর, এ বছরের (নির্বাচন) উপর নির্ভর করবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে

তিনি গতকাল শনিবার বিকেলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ এখন নিম্ন আয়ের দেশ, অচিরেই মধ্যম আয়ের দেশে পরিনত হবে। মানবাতাবিরোধী, ইজ্জত লুন্ঠনকারীদের বিএপি-জামাতকে পরিহার করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আগামী নির্বাচনে সমর্থন দিবেন। এ সরকার আবার ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

মো. মনিরুজ্জামান মুকুল গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরীর সভাপতি কমরেট আবুল হোসাইন। বক্তব্য রাখেন কমরেট মো. রুস্তুম আলী, এডভোকেট মো. ফিরোজ আলম, অধ্যাপক মো. রুস্তুম আলী খান, মো. শহীদ গোলদার, এড. জাকির হোসেন রাজু প্রমূখ।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত