শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাগমারায় ফুটবল টুর্নামেন্টে বহ্মপুর ক্লাব জয়ী

বাগমারায় ফুটবল টুর্নামেন্টে বহ্মপুর ক্লাব জয়ী

বাগমারায় ফুটবল টুর্নামেন্টে বহ্মপুর ক্লাব জয়ী

বাগমারা (রাজশাহী), ৩১ ডিসেম্বর, এবিনিউজ : রাজশাহীর বাগমারার একডালা উদয়ন সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় ট্রাইবেকারে দুর্গাপুরের বহ্মপুর পল্লিউন্নয়ন ক্লাব ৭-৬ গোলে বিজয়ী হয়েছে।

গতকাল শনিবার বিকেলে একডালা উচ্চবিদ্যালয় মাঠে জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর ফেন্ড্রস ক্লাব ও একই উপজেলার বহ্মপুর পল্লিউন্নয়ন ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোনো পক্ষ গোল করতে না পারায় শেষে ট্রাইবেকারের মাধ্যমে খেলা মীমাংসিত হয়। ট্রাইবেকারে ৭-৬ গোলে বহ্মপুর পল্লিউন্নয়ন ক্লাব জয়ী হয়। খেলা পরিচালনা করেন আকবর আলী। সহকারী হিসাবে তাঁকে সহযোগিতা করেন মাহাবুর রহমান ও নামজুল হক।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গণিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুণ অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন এক্সিম বিশ্ববিদ্যালয় চাপাই নবাবগঞ্জ ক্যাম্পাসের শিক্ষক অধ্যাপক সাহেব আলী, আওয়ামী লীগের স্থানীয় নেতা জাহেদুর রহমান মিঠু, ফরিদ উদ্দিন মোল্লাহ , গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত